প্রাক্তন ইরাকি প্রেসিডেন্টের পরিতক্ত্য প্রমোদতরী এখন জেলেদের কাছে পিকনিক স্পট

author-image
Harmeet
New Update
প্রাক্তন ইরাকি প্রেসিডেন্টের পরিতক্ত্য প্রমোদতরী এখন জেলেদের কাছে পিকনিক স্পট

নিজস্ব সংবাদদাতাঃ প্রাক্তন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন যে প্রমোদতরীটি তৈরি করিয়েছিলেন তা আজ পরিতক্ত্য এবং জেলেদের মাছ ধরার জন্য অন্যতম একটি স্থান। ২০০৩ সালে ইরাকে আমেরিকার আক্রমনের সময় এই প্রমোদতরীটিতে আক্রমন চালানো হয়। এবং পরবর্তীকালে এটিকে ডুবিয়ে দেওয়া হয়। বর্তমানে এই স্থানে বেশ কিছু মানুষ আসেন ছবি তুলতে এবং এর পাশাপাশি জেলেরা আসেন মাছ ধরতে। আল মনসুর নামের ৩৯৬ ফুট লম্বা এই প্রমোদতরীটি তৈরি করা হয়েছিল ১৯৮০ সালে।