কে হতে চলেছেন নেপালের উপরাষ্ট্রপতি?

author-image
Harmeet
New Update
কে হতে চলেছেন  নেপালের উপরাষ্ট্রপতি?

নিজস্ব সংবাদদাতাঃ নেপালের মাধেস অঞ্চলের নেতা রামসহায় যাদব শুক্রবার নেপালের তৃতীয় উপরাষ্ট্রপতি হতে চলেছেন। নেপালের সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনতা সমাজবাদী পার্টির রামসহায় যাদব, এবং জনমত পার্টির প্রমীলা যাদব ও মমতা ঝা।