কয়েক মিনিটের বৃষ্টিতেই রাজ্যসড়কে জল জমে ভোগান্তি

author-image
Harmeet
New Update
কয়েক মিনিটের বৃষ্টিতেই রাজ্যসড়কে জল জমে ভোগান্তি



নিজস্ব প্রতিনিধি: বজ্রবিদ্যুৎ সহ কয়েক মিনিটের মুষলধারে বৃষ্টি, আর তাতেই বিপর্যস্ত চন্দ্রকোনা শহরের গাছশীতলা মোড় এলাকা। হাঁটু সমান জল দাঁড়ালো রাজ্যসড়কে। এমনকি সেই জল ঢুকলো এলাকার একাধিক দোকানে। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের গাছশীতলা মোড় এলাকায়। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ আচমকাই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি শুরু হয় চন্দ্রকোনায়। কয়েক মিনিটের মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে গাছশীতলা মোড় এলাকা। এই গাছশীতলা মোড় এলাকা চন্দ্রকোনা শহরের প্রান কেন্দ্র। মেদিনীপুর-ঘাটাল চন্দ্রকোনা রোড সহ একাধিক রাজ্যসড়ক সম্বলিত গুরুত্বপূর্ণ এলাকা এই গাছশীতলা মোড়। এই এলাকায় রাজ্যসড়কের ধারেই রয়েছে বহু দোকান। 

your image

এলাকার ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক মিনিটের বৃষ্টিতে গাছশীতলা মোড়ে চন্দ্রকোনা-পলাশচাবড়ী রাজ্যসড়কে হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। আর সেই জল ঢুকে পড়ে একাধিক দোকানের ভিতর। এর জেরে চরম ভোগান্তিতে পড়ে ব্যবসায়ী থেকে পথচলতি মানুষ। রাজ্যসড়কে জল দাঁড়িয়ে যাওয়ায় সাময়িক ভাবে ওই রাস্তায় যানবাহন চলাচলও বন্ধ করে দেওয়া হয়। গাছশীতলা মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে। ফলে ওই রাস্তায় সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে পণ্যবাহী গাড়ি। পরে রাজ্যসড়ক থেকে জল নামলে স্বাভাবিক হয় যান চলাচল। ব্যবসায়ীদের অভিযোগ, পৌরসভার চরম গাফিলতি ও উদাসীনতার জন্যই বৃষ্টি হলেই এমন ভোগান্তিতে পড়তে হয় তাদের। ওই এলাকায় থাকা পৌরসভার ড্রেনটি দিয়ে জল নিকাশি না হওয়ায় বৃষ্টির জল ড্রেন উপচে বিভিন্ন দোকানে ঢুকে পড়ে বলে জানিয়েছে স্থানীয়রা। ঘটনায় ক্ষুব্ধ এলাকার ব্যবসায়ীরা।