রাজ্যে কালবৈশাখী! খোলা হল কন্ট্রোল রুম! এই নাম্বারগুলো সেভ করুন

author-image
Harmeet
New Update
রাজ্যে কালবৈশাখী! খোলা হল কন্ট্রোল রুম! এই নাম্বারগুলো সেভ করুন

চৈত্রের প্রথম দিনেই কালবৈশাখীর আশঙ্কা। বাংলায় শিলাবৃষ্টি, দমকা হাওয়া থেকে কালবৈশাখী, বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ উত্তরবঙ্গে শিলাবৃষ্টি আর কাল দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। আবার বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি হতে পারে রাজ্যে। প্রস্তুতি নিতে শুরু করলো নবান্ন। খোলা হয়েছে কন্ট্রোল রুম। যোগাযোগের দুটি নম্বর হল ৮৯০০৭৯৩৫০৩ ও ৮৯০০৭৯৩৫০৪। সেভ করে রাখুন।