'অনিয়মিত অভিবাসন' ঠেকাতে চায় জার্মানি: শোলজ

author-image
Harmeet
New Update
'অনিয়মিত অভিবাসন' ঠেকাতে চায় জার্মানি: শোলজ

নিজস্ব সংবাদদাতাঃ জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ বৃহস্পতিবার বলেছেন, 'অনিয়মিত অভিবাসন' বন্ধ এবং যারা বৈধভাবে দেশটিতে বসবাস করেন না তাদের বহিষ্কারে জার্মানিকে আরও ভালো কাজ করতে হবে। শোলজ বলেন, 'জার্মানি অবশ্য রাশিয়ার যুদ্ধ থেকে পালিয়ে আসা ইউক্রেনীয়দের সুরক্ষা প্রদান অব্যাহত রাখবে।' এক বছরেরও বেশি সময় আগে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করার পর থেকে ১০ লাখেরও বেশি ইউক্রেনীয় জার্মানিতে আশ্রয় নিয়েছে। এছাড়া সিরিয়া, আফগানিস্তান ও তুরস্কের মতো দেশ থেকে ২০২২ সালে দুই লাখেরও বেশি মানুষ আশ্রয়ের জন্য আবেদন করেছে। স্থানীয় কমিউনিটিগুলো কয়েক মাস ধরে বলে আসছে যে তারা জার্মানিতে অনেক নবাগতদের আশ্রয় দেওয়ার জন্য লড়াই করছে এবং ফেডারেল সরকারকে তাদের বাসস্থান, স্কুল এবং সবার জন্য আর্থিক সহায়তা করার আহ্বান জানিয়ে আসছে।