নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী বলেছেন, জাপান দক্ষিণ কোরিয়ার ওপর থেকে রফতানি নিয়ন্ত্রণ তুলে নিতে সম্মত হয়েছে। বাণিজ্যমন্ত্রী লি চ্যাং-ইয়াং বৃহস্পতিবার বলেছেন,'দক্ষিণ কোরিয়া জাপানের নিষেধাজ্ঞা নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) অভিযোগ প্রত্যাহারে সম্মত হয়েছে, এবং চলতি সপ্তাহে রপ্তানি নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হবে। '