নিজস্ব সংবাদদাতাঃ কৃষ্ণ সাগরে রুশ যোদ্ধারা একটি মার্কিন ড্রোন আটকানোর পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বুধবার ওয়াশিংটনকে তার দেশের সীমান্তের কাছে বিমান চলাচল বন্ধ করার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, রাশিয়ার একটি যুদ্ধবিমান মঙ্গলবার কৃষ্ণ সাগরের ওপর একটি মার্কিন ড্রোনের মধ্যে জ্বালানি নিক্ষেপ করে এবং এরপরে সেই ড্রোনের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয় বলে মন্তব্য করেছে মার্কিন সামরিক বাহিনী।