/anm-bengali/media/post_banners/hdbKgqiLkZpXLpeD8q3q.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিদেশের মাটিতে গিয়ে ভারতের অপমান করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বারবার এই অভিযোগ করে আসছেন বিজেপির নেতা মন্ত্রীরা। এবার একই সুরে সুর মেলালেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। তিনি আজ বুধবার বলেন, 'বিদেশের মাটিতে রাহুল গান্ধী দেশকে বদনাম করেছেন। রাহুল গান্ধী সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে অসম্মান করেছেন। ভারতকে অপমান করা কি গণতন্ত্র? সংসদের চেয়ারম্যানকে অসম্মান করা কি গণতন্ত্র? রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিৎ। আমি রাহুল গান্ধীকে জিজ্ঞেস করতে চাই, আপনি বিদেশে বলেছেন যে দেশের কোনও বিশ্ববিদ্যালয়ে আপনার কথা বলার অধিকার নেই। যদি তাই হয়, ২০১৬ সালে যখন দিল্লির একটি বিশ্ববিদ্যালয়ে 'ভারত তেরে টুকড়ে হোঙ্গে' স্লোগান উত্থাপিত হয়েছিল, আপনি তা সমর্থন করেছিলেন, তখন তাহলে সেটি কী ছিল? প্রধানমন্ত্রীর প্রতি রাহুল গান্ধীর ঘৃণা মানে দেশের প্রতি ঘৃণা।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us