New Update
/anm-bengali/media/post_banners/rd2X45IhfUWG8fp5iCiW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জম্মু কাশ্মীরে ফের বড় সাফল্য পেল যৌথ বাহিনী। জানা গিয়েছে, বারামুল্লা পুলিশ, আর্মি ২৯ আরআর এবং ২ বিএন এসএসবি, এই তিন যৌথ বাহিনী মিলে সিংপোরা পট্টানে নাকা চেকিংয়ের সময় লস্কর-ই-তৈবার এক জঙ্গি সহযোগী আলি মহম্মদ ভাটকে গ্রেফতার করে। এরপর তাঁর কাছে ব্যক্তিগত তল্লাশির সময় ৭১ রাউন্ড একে-৪৭-এর গুলি উদ্ধার করা হয় এবং তাকে হেফাজতে নেওয়া হয়। মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us