Weather Update: আজ থেকে বৃষ্টি? ঝড়ো হাওয়া বইতে পারে কোথায় কোথায়?

author-image
Harmeet
New Update
Weather Update: আজ থেকে বৃষ্টি? ঝড়ো হাওয়া বইতে পারে কোথায় কোথায়?

নিজস্ব সংবাদদাতাঃ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই সপ্তাহে আবহাওয়ায় আসছে বড় বদল। পশ্চিমের জেলাগুলো আংশিক মেঘলা হবে। বুধবার অর্থাৎ আজ থেকে পশ্চিমের জেলাগুলোতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ঝড়-বৃষ্টি বেশি হবে। এদিকে পারদের ওঠানামা অব্যহত থাকবে দক্ষিণ ২৪ পরগনায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন দক্ষিণ ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। 

আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?

বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।

বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।

মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।

পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।

 নদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।