নাচের তালে পা মেলালেন কোহলি

author-image
Harmeet
New Update
নাচের তালে পা মেলালেন কোহলি

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাটের নাচ। যেখানে ভারতীয় ক্রিকেট তারকার পাশে দেখা মিলল নরওয়ের ডান্স গ্রুপ ‘দ্য কুইক স্টাইল’-এর। বলিউডের সুপারহিট গান ‘কালা চশমা’য় ফাটিয়ে নেচে ভারতীয়দের নজর কেড়েছিল এই ডান্স গ্রুপ। আপতত ভারত-সফরে এসেছে ‘দ্য কুইক স্টাইল’। এর মাঝেই দুর্দান্ত 'কোলাব' সারলেন বিরাট কোহলি এবং ‘দ্য কুইক স্টাইল’।ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো ভাগ করে নিয়েছেন বিরাট। সেখানে দেখা গেল ডান্স গ্রুপের এক সদস্য ব্যাট হাতে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। আচমকাই সিনে এন্ট্রি বিরাটের। ব্যাট হাতে নিয়ে বিরাট বুঝিয়ে দিলেন এই ফিল্ডের পুরোনো খিলাড়ি তিনি। এরপর একে একে দেখা মিলল বাকি সদস্যের। আর মুহূর্তের মধ্যেই স্টেরিও নেশনের ‘ইশক হো গায়া'য় নেচে উঠলেন বিরাট এবং এই হিপ-হপ ডান্স গ্রুপের সদস্যরা।