পুলিশের বড় সাফল্য, বানচাল কয়লা পাচারের ছক

author-image
Harmeet
New Update
পুলিশের বড় সাফল্য, বানচাল কয়লা পাচারের ছক

নিজস্ব প্রতিনিধিঃ আবারো বিরাট সাফল্য কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশের। ঝাড়খন্ড থেকে অবৈধভাবে কয়লা বোঝাই করে পাচারের আগেই পুলিশের জালে আটক ট্রাক ও খালাসি। যদিও জাল চালান দেখিয়ে ত্রিপল ঢাকা অবস্থায় পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তের ডুবরডিহি চেকপোষ্ট থেকে ট্রাকটি সহজেই চলে গিয়েছিল। এরপর পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ কয়লা বোঝাই ট্রাকটিকে অনুসরণ করতে শুরু করে।

 



দামাগোড়িয়া রেল ব্রিজ সংলগ্ন হোটেলে চালক ও খালাসি খাবার খেতে গিয়েছিলেন। সেই সময় চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ট্রাকে ত্রিপল খুলে দেখেন যে কয়লা বোঝাই রয়েছে। ড্রাইভার যদিও পুলিশ দেখে পালিয়ে যান, পুলিশ খালাসিকে আটক করে এবং সেখানেই বোঝা যায় যে জাল চালান দেখিয়ে, ত্রিপল ঢাকা দিয়ে ঝাড়খন্ড থেকে অবৈধভাবে কয়লা পাচার করা হচ্ছিল। পুলিশ চালকের খোঁজ শুরু করে। তবে চালককে পাওয়া যায়নি। খালাসিকে মঙ্গলবার আসানসোল আদালতে তোলা হয়। ঘটনার তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে জানা গিয়েছে।