/anm-bengali/media/post_banners/fbiKzRhOCVMoL19T2eGW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে রাজস্থান কংগ্রেসের ইনচার্জ সুখজিন্দর সিং রান্ধাওয়ার বিতর্কিত মন্তব্যকে ঘিরে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। তাঁর মন্তব্যের জেরে আজ মঙ্গলবার রাজস্থানের জয়পুরে বিজেপির কর্মী ও সমর্থকরা তুমুল বিক্ষোভ শুরু করেন। ইতিমধ্যে সেই বিক্ষোভের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উল্লেখ্য, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সুখজিন্দর সিং রান্ধাওয়া এবং পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেছিলেন যে, 'শহীদরা কীভাবে শহীদ হয়েছিলেন তা আজ অবধি জানা যায়নি। যদি মোদী শেষ হয়ে যায় তবে ভারত রক্ষা পাবে। দেশভক্তির অর্থ জানেন না মোদী।' এরপরেই শুরু হয় বিতর্ক।
#WATCH | Jaipur: You should end your fights and talk about finishing Modi, if Modi is finished then India will be saved...Modi doesn't know meaning of 'deshbhakti': Congress Leader SS Randhawa pic.twitter.com/D2IUzDouOy
— ANI (@ANI) March 13, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us