ধরাশায়ী তৃণমূল ও বিজেপি, ভোটে বিপুল ব্যবধানে জিতল বামেরা

author-image
Harmeet
New Update
ধরাশায়ী তৃণমূল ও বিজেপি, ভোটে বিপুল ব্যবধানে জিতল বামেরা

নিজস্ব প্রতিনিধিঃ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট উপনগরীতে কেটিপিপি কর্মী সমবায় ভান্ডারের ভোট সম্পন্ন হল। কোলাঘাট থার্মাল পাওয়ার প্রোজেক্ট রিট্রেশন ক্লাবের বলাকা মঞ্চে ভোট গ্রহণ হয়। সকাল ১০ টা থেকে ভোট পর্ব শুরু হয়। এই সমবায় ভোটে মোট আসন ১৫ টি। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC লড়েছে ১৫টি আসনে, বাম শ্রমিক সংগঠন CITU লড়েছে ১৫ টি আসনে এবং বিজেপি শ্রমিক সংগঠন BMS লড়েছে ১৩ টি আসনে।

তৃণমূল এবং বিজেপিকে ধরাশায়ী করে সিপিএম বিপুল ভোটে জয়লাভ করেছে। সিপিএম সমর্থিত সিআইটিইউ জয় পেয়েছে ১০ টি আসনে, তৃণমূল সমর্থিত আইএনটিটিইউসি জয়লাভ করেছে ৫ টি আসনে। বিজেপি সমর্থিত বিএমএস খাতাই খুলতে পারেনি। কয়েক মাস আগে কোলাঘাটের একটি সমবায় সমিতির ভোটে সিপিএম এবং কংগ্রেস জোট করে বিপুল ভোটে জিতে তৃণমূল এবং বিজেপিকে ধরাশায়ী করেছিল।