নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আলোচনার বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, চীন ও যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় যোগাযোগ বজায় রাখছে। মন্ত্রণালয়ের তরফে জানানো হয়,'আমরা বিশ্বাস করি যোগাযোগের মূল্য এবং তাৎপর্য হল দুদেশের মধ্যে বোঝাপড়া বাড়ানো। তাই চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।'