New Update
/anm-bengali/media/post_banners/b5kHpvXkVcLKxYWtAnq8.jpg)
দেবাশিস বিশ্বাস, তুফানগঞ্জ: শহীদ সম্মান যাত্রা করলেন সংখ্যালঘু কেন্দ্রীয় প্রতি মন্ত্রী জন বারলা। সর্বপ্রথম তুফানগঞ্জ বিধানসভার রসিকবিলে আসেন এবং বিজেপি কর্মীরা সংবর্ধনা দেন। তারপর বোচামারি থেকে বেরিয়ে নয়ারহাট, হরিরহাট, হরিপুরে এসে, রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা র এর মূর্তিতে মাল্যদান করেন এর পর সোজা তুফানগঞ্জ ভারতীয় জনতা পার্টি অফিসে এসে তুফানগঞ্জ বিধানসভার নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের, বলরামপুর চৌপতি এলাকার শহীদ, কালাচাঁদ কর্মকারের শ্রীকে মন্ত্রী জন বারলা, সংবর্ধনা দেন এর পর সোজা কোচবিহার এর উদ্দেশ্যে রওনা দেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us