/anm-bengali/media/post_banners/ixFyWedocLwiOBrW6rwd.jpg)
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ বন্যায় ভেঙে গিয়েছিল বিদ্যুতের খুঁটি। রাজ্যসড়কের ধারে সেই খুঁটি বসানোর কাজ চলাকালীন যাত্রীবাহী বাসের ধাক্কা। ঘটনায় বিদ্যুৎ দপ্তরের কর্মী সহ আহত একাধিক।
শুক্রবার সকালে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার বিশালক্ষ্মী এলাকায় চন্দ্রকোনা-ঘাটাল রাজ্যসড়কে।জানাযায়,বন্যার ফলে ভেঙ্গে যাওয়া বিদ্যুতের খুঁটি বদলানোর কাজ করছিল বিদ্যুৎ দপ্তরের ঘাটাল সাপ্লাই অফিসের ঠিকা কর্মীরা।ঘাটালের বিশালক্ষ্মী এলাকায় ৪ নং রাজ্যসড়কে নতুন বিদ্যুতের খুঁটি তোলার সময় তমলুক-তারকেশ্বর রুটের তমলুকগামী একটি যাত্রীবাহী বাস কাজ চলাকালীন দ্রুতগতিতে ধাক্কা মারে।ঘটনায় বিদ্যুৎ দফতরের ঠিকাকর্মীর ৬ জন আহত হয় তাদের মধ্যে ৩ জন গুরুতর। পাশাপাশি ওই এলাকার এক মহিলাও গুরুতর আহত হয় বলে জানা যায়। তাদেরকে বিদ্যুৎ দপ্তরের ঠিকাকর্মীর গাড়িতে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই রাজ্যসড়কে বাঁশ ঘিরে পথঅবরোধ শুরু করে দেয় স্থানীয়রা। ঘটনার পরই ঘাটাল থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পুলিশি হস্তক্ষেপে ঘন্টাখানেক পর অবরোধ উঠে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us