মমতা ব্যানার্জির নামের নীচে আর লেখা যাচ্ছে না 'সততার প্রতীক', বললেন উদয়ন গুহ

author-image
Harmeet
New Update
মমতা ব্যানার্জির নামের নীচে আর লেখা যাচ্ছে না 'সততার প্রতীক', বললেন উদয়ন গুহ

নিজস্ব সংবাদদাতাঃ একের পর এক দুর্নীতির অভিযোগে চাপে পড়েছে তৃণমূল। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে ড্যামেজ কন্ট্রোলের কাজ ইতিমধ্যে শুরু করেছে দল। কোচবিহারের দিনহাটার চৌধুরীহাটে সংখ্যালঘু কনভেনশন মঞ্চ থেকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ দাবি করলেন , "মাননীয়া মুখ্যমন্ত্রী দুর্নীতির দায়ী নন। যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন তাদেরই এর দায়ভার নিতে হবে।" এই মন্তব্যের প্রেক্ষিতেই তিনি বলেছেন, মমতা ব্যানার্জির নামের নীচে সততার প্রতীক কথাটা আর লেখা যাচ্ছে না।