​হরি ঘোষ, রানীগঞ্জঃ , এই উদ্দেশ্যকে সামনে রেখে শুক্রবার রানীগঞ্জের বাঁশড়া এলাকায় বাঁশড়া জুনিয়র হাইস্কুলে বাউরী সমাজ শিক্ষা সমিতির রানীগঞ্জ ব্লকের বাঁশড়া শাখার পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল। এদিনের এই রক্তদান কর্মসূচির আয়োজন করলেন মিশন উড়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যরা। যেখানে এদিন দুর্গাপুর মহকুমা ব্লাড ডোনারের সদস্যরা আসানসোল জেলা হাসপাতাল ব্লাড ব্যাংক শাখার তত্ত্বাবধানে এদিনের এই রক্তদান শিবিরে ২৬ ইউনিট রক্ত সংগ্রহ করে। এদিনের এই অনুষ্ঠান কর্মসূচি শুরুতেই সংবিধানের রচয়িতা ডঃ ভীমরাও আম্বেদকর এর প্রতিকৃতিতে মাল্যদান করেন বাউরি সমাজের বিশিষ্ট জনদের সাথেই রানীগঞ্জ পাঞ্জাবীমোড় ফাঁড়ির আইসি সৌমেন ব্যানার্জি। এই কর্মসূচিতে হাজির হয়ে বেশকিছু ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন ইন্ডিয়ান আইডেল খ্যাত শিল্পী অবিনাশ বাউরী। এই রক্তদান কর্মসূচিকে সফল করার লক্ষ্যে ও বাউরী সমাজের উদ্দেশ্য ও তা সমাজের মানুষজন এদের মধ্যে ছড়িয়ে দিতে বিশেষভাবে হাজির হন, বাউরী সমাজের রাজ্য কনভেনার সুমন্ত বাউরী, পশ্চিম বর্ধমান জেলা বাউরী সমাজের সভাপতি বিশ্বজিৎ বাউরী, রানীগঞ্জ ব্লক শাখার দীপঙ্কর বাউরী, জেলা কমিটির সদস্য নিতাই বাউরী, মধুসূদন বাউরী, সঞ্জিত দাস, শৈলেন বাউরী, উড়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্পাদক সুপ্রিয় দাস প্রমূখ। এদিনের এই কর্মসূচিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষভাবে ভূমিকা গ্রহণ করেন মিশন উড়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এক ঝাঁক সদস্য, এই রক্তদান কর্মসূচিকে নিয়ে তারা মোট নটি রক্তদান কর্মসূচি ইতিমধ্যেই খনি অঞ্চল রানীগঞ্জের চারপাশে সম্পন্ন করেছেন বলেই দাবি করলেন। তারা জানান থেলাসেমিয়া রোগের থেকে শুরু করে যে সকল রোগে রক্তের প্রয়োজন রয়েছে সেখানে অসহায় মানুষ জনের রক্তের অভাব পূরণের জন্যই তাদের এই ধরনের রক্তদান কর্মসূচি তারা করে আসছেন। যার মাধ্যমে রক্তের চাহিদা পূরণ করা যায় সে বিষয়টি মাথায় রেখেই এধরনের রক্তদান কর্মসূচি তারা দিকে দিকে সংগঠিত করে চলেছেন ও আগামীতেও এ ধরনের রক্তদান কর্মসূচি তারা খনি অঞ্চলে চালিয়ে যাবেন বলে জানান সংস্থার সভাপতি কঙ্কণা সিনহা।