গণতন্ত্র নিয়ে মোদীকে কড়া ভাষায় আক্রমণ খাড়গের

author-image
Harmeet
New Update
গণতন্ত্র নিয়ে মোদীকে কড়া ভাষায় আক্রমণ খাড়গের


নিজস্ব সংবাদদাতা: ভারতের গণতন্ত্র নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। 

May he...': PM Modi's tweet as Mallikarjun Kharge becomes Congress president

তিনি বলেন, "মোদীজির অধীনে আইনের শাসন ও গণতন্ত্র নেই। তারা একনায়কতন্ত্রের মতো দেশ চালাচ্ছে। তারপর তারা গণতন্ত্রের কথা বলে। আমরা আদানি স্টক ইস্যুতে জেপিসি গঠনের দাবি করছি। যখন আমরা এই ইস্যুটি উত্থাপন করি, তখন মাইকগুলি বন্ধ হয়ে যায় এবং হাউসে হট্টগোল শুরু হয়"।