New Update
/anm-bengali/media/post_banners/s5Dp1rRp1xOqsp8fswzf.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিহারের তিয়ার গ্রামের এক নাবালিকা মেয়েকে লাঞ্ছিত করে শারীরিক আঘাত করা হয়। পরে আরাহর একটি হাসপাতালে চিকিৎসার সময় তার মৃত্যু হয়৷ এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিহারের তিয়ার গ্রাম।
মেয়েটির স্বজনরা প্রতিবাদ করে বিচারের দাবি জানিয়েছেন। এই বিষয়ে জগদীশপুরীর ডিএসপি বলেছেন, "আমি আশ্বাস দিচ্ছি মামলার বিচার হবে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us