নিজস্ব সংবাদদাতাঃ যৌন মিলন অর্থাৎ সঙ্গম শরীরী সম্পর্কের একেবারে শেষ পর্যায়। সেই পরম মুহূর্তের আগে প্রিয় সঙ্গীর কানে কানে বলে ওঠা, ‘প্লিজ হোল্ড ইওর টাং অ্যান্ড লেট মি লাভ’… এ যেন ঘনিষ্ঠতাকে এক অন্য মাত্রা দেয়। কিন্তু কখনও কখনও কথাই যেন হারিয়ে যেতে থাকে দু’জনের মাঝখান থেকে। যা হয়ে ওঠে দাম্পত্যে সুখী যৌনজীবনের অন্তরায়। যৌন বিশেষজ্ঞরা বলছেন, ঘনিষ্ঠ অবস্থায় দু’জনের মধ্যে আকর্ষণীয় কথোপকথন সম্পর্ককে আরও উষ্ণ করে তুলতে পারে। যৌন জীবনে উদ্দীপনা আনতে সঙ্গীকে এই কথাটি বলতে পারেন-
আমরা কি এখনও একগামীঃ ঘন প্রেমও সময়ের সঙ্গে তরল হয়ে যেতে পারে। সম্পর্কে প্রবেশ ঘটে তৃতীয় ব্যক্তির। ঘনিষ্ঠ অবস্থায় পরস্পরকে প্রশ্ন করুন তা নিয়ে। খুঁজে বের করার চেষ্টা করুন, কোনও অন্য সম্পর্কে কি তাঁদের কেউ জড়িয়ে পড়েছেন। নারী বা পুরুষ, সকলেই বহু সময় অন্য কারও প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ঘনিষ্ঠ অবস্থায় সেই বিষয়টা পরিষ্কার করে নিলে সম্পর্কের স্বচ্ছতা বাড়ে নিঃসন্দেহে।