জানেন, একজন নারীকে উত্তেজিত করতে কমপক্ষে কতক্ষণ ফোর প্লে করা উচিত্‍?

author-image
Harmeet
New Update
জানেন, একজন নারীকে উত্তেজিত করতে কমপক্ষে কতক্ষণ ফোর প্লে করা উচিত্‍?

নিজস্ব সংবাদদাতাঃ মিলনের আগে শৃঙ্গার নিয়ে অনেকেই খুব বেশি ভাবেন না। কিন্তু জানেন কী সাধারণ ছোট-খাটো অনুভূতি, ভাললাগার মধ্যেও লুকিয়ে থাকে ফোরপ্লে-র উপাদান। জেনে এমনই পাঁচটি অজানা তথ্য।

১। যে কোনও ধরনের স্পর্শই হতে পারে আইডিয়াল ফোরপ্লে। তা হতেই পারে চুম্বন, জড়িয়ে ধরা। এমনকী হাত ধরা বা ঘাড়ের কাছে মুখ এনে কথা বলার মধ্যেও লুকিয়ে থাকে শৃঙ্গারের উপাদান।

২। বেশিরভাগ মহিলা যৌনমিলনের চেয়েও ফোরপ্লে-তেই বেশি উত্তেজিত হন।

৩। একজন নারীর শরীরকে পূর্ণমাত্রায় উত্তেজিত করতে বা মিলনের জন্য তৈরি প্রস্তুত করতে প্রয়োজন হয় ১৯ মিনিটের ফোরপ্লে। যদিও বাস্তবে পুরুষরা তার চেয়ে অনেক কম সময় দেন।

৪। না ছুঁয়েও একজন মহিলার সঙ্গে ফোরপ্লে করা সম্ভব। যেমন, শুধুমাত্র ফোনে কথা বলেই নারী শরীরকে চরম উত্তেজনায় পৌঁছে দেওয়া সম্ভব।

৫। যৌনমিলনকে প্রকৃত অর্থেই উপভোগ করতে চাইলে ফোরপ্লে অত্যন্ত জরুরি। এর ফলে নারী শরীরের পেশী নরম হতে শুরু করে। ইউটেরাস এবং ভ্যাজাইনাল ফ্লুইড যৌনমিলনকে আরামদায়ক করে তোলে।