ফোর প্লে কাকে বলে ?

author-image
Harmeet
New Update
ফোর প্লে কাকে বলে ?

নিজস্ব সংবাদদাতাঃ ফোর প্লে হলো যৌন মিলনের আগে নিজের সঙ্গিনীকে সঠিক উপায়ে উত্তেজিত করে তোলা। নারীদের নানা স্পর্শকাতর অঙ্গ যেমন যেমন-স্তন, নাভি,গলা, যৌনাঙ্গ সহ নারীর পুরো শরীরেই আদর করা এবং ভালবাসা পূর্ণ কথাবার্তা বলে তাকে মানসিক ভাবেও উত্তেজিত করে তোলা। পুরুষের দ্বারা এই ভাবে আদর পেলে তার সঙ্গিনী মিলন করার জন্য পাগল হয়ে যাবে। ঠিক এমন ভাবেই নারীকেও তার পুরুষ সঙ্গীকে আদর করতে হবে তাকে উত্তেজিত করতে। যৌন সমীক্ষকরা দেখেছেন, যৌন সম্পর্ক স্থাপনের ঠিক আগে যে যুগল যত বেশি শরীরী খেলায় মাতে, যৌনজীবনে তাঁরা তত বেশি সুখ অনুভব করেন। কারণ সে ক্ষেত্রে যৌন মিলনের পর তাদের মধ্যে অর্গাজম বা চূড়ান্ত রতিতৃপ্তি হয় সহজেই। আর কে না জানে অর্গাজম না হলে ভালোবাসা পূর্ণতা পায় না!বেশিরভাগ পুরুষের ধারণা, দীর্ঘক্ষন শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারলেই নারীদের সন্তুষ্টি বা অর্গাজম হয়। ফলে, ছেলেরা সময় বাড়ানোর দিকেই নজর বেশি দিতে চায়। কিন্তু বেশিক্ষণ যৌন মিলন করলেই অর্গাজম হবে, এটা সম্পূর্ন ভুল ধারণা। অর্গাজম নারী পুরুষ সকলেরই হয়। অর্গাজম নারী এবং পুরুষ উভয়েরই যৌন মিলনের পর শারীরিক সম্পর্কের পূর্ণতা নির্ধারণ করে। সমীক্ষা অনুযায়ী, শতকরা ৮৫ ভাগ নারীর শুধু যৌন মিলন করলেই অর্গাজম হয় না। অর্গাজম এর জন্য সেক্সের আগে তাদের ফোরপ্লের মাধ্যমে এবং বিভিন্নভাবে উদ্দীপ্ত ও শারীরিক উত্তেজিত হতে হয়। যৌন বিশেষজ্ঞদের মতে, যত বেশি সময় ধরে ফোর প্লে হবে, শারীরিক উত্তেজনা যত চরমে পৌঁছবে, যৌনসুখ মিলবে তত বেশি।