বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

author-image
New Update
বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নকশালবাড়ি থানায় বিধায়ক আনন্দময় বর্মনের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা।পুলিশ সূত্রে জানা  গিয়েছে, মদ খেয়ে তৃণমূলের অফিসে হামলা চালানো ও মহিলাদের শ্লীলতাহানির অভিযোগে বৃহস্পতিবার রাতে বিজেপি কর্মী দুলেন রায়কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির তরফে দুলেন রায়ের বিরুদ্ধে নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়।এরপর  তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই ধর্ষণের চেষ্টা করার পাল্টা অভিযোগ এনেছেন দুলেন রায়ের স্ত্রী। তাঁর দাবি, “তৃণমূল কর্মীরাই তাঁর স্বামীকে মারধর করার পাশাপাশি তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এরপরই তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় মিথ্যে অভিযোগ দায়ের করা হয়। এদিন ঘটনার খবর পেয়ে বিজেপির বিধায়ক আনন্দময় বর্মন দুলেন রায়ের বাড়িতে যান। বিষয়টি জেনে নকশালবাড়ি থানায় বিক্ষোভ দেখান তিনি। শেষে বিধায়কের উপস্থিতিতে ওই বিজেপি কর্মীর স্ত্রী তৃণমূলের হাতিঘিসা অঞ্চলের ৬ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। বিধায়ক জানিয়েছেন, “তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা শেফালী রায়ের উপর পাশবিক অত্যাচার করেছেন। কিন্তু পুলিশ অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করেনি।