/anm-bengali/media/post_banners/M5Dqu8LJ31CjvAP5AfOh.jpg)
সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: টানা বৃষ্টিতে নদীর স্রোতে ভেঙে গেল বাঁশের সাঁকো। অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিশু সহ ৫ জন। তবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে জলপাইগুড়ি জেলার জমেটেলি ব্লকের বাতাবাড়ি আজিম ধুরা ও দক্ষিণ ধূপঝোরা বাংলা পাড়ার মধ্যে।
ইনডং নদীর ওপর যাতায়াতের জন্য স্থানীয় বাসিন্দারা নিজেরাই বাঁশের সাঁকো তৈরি করেছিলেন। তবে লাগাতার বৃষ্টির জেরে জলের স্রোতে শুক্রবার ওই সাঁকোটি ভেঙে যায়। সাঁকো ভেঙে নদীতে পড়ে যান শিশু সহ ৫জন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তাঁরা। বর্তমানে ওই দুই এলাকার যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। বিশেষ করে বাতাবাড়ি আজিম ধুরার জনগণের দক্ষিণ ধূপঝোরা যাওয়ার জন্য ওই সাঁকোর ওপরেই নির্ভরশীল। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের তরফে সাঁকো মেরামত করা সহ পরবর্তীতে ওই এলাকায় কালভার্ট তৈরির দাবি জানিয়েছেন। গ্রাম পঞ্চায়েতের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us