অনুষ্ঠানের রান্নাকে কেন্দ্র করে তৃণমূলের সংঘর্ষ, আহত ৫

author-image
Harmeet
New Update
অনুষ্ঠানের রান্নাকে কেন্দ্র করে তৃণমূলের সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিনিধিঃ ফের উত্তপ্ত কেশপুর। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রক্তাক্ত পরিস্থিতি, আহত পাঁচজন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় কেশপুরের দোগাছিয়া গ্রামে। জানা গিয়েছে, গ্রামে জলসার অনুষ্ঠানের রান্নাকে কেন্দ্র করে সংঘর্ষ হয় দুই গোষ্ঠীর মধ্যে। দিঘী লিজের টাকা নিয়ে গ্রামে উত্তেজনা আগে থেকেই ছিল। স্থানীয়রা জানান, মাছ চাষের জন্য ওই দিঘী লিজ দেওয়া হয় ৩৭ লক্ষ টাকায়। সেই টাকা কার দখলে থাকবে তা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ ছিল। পাশাপাশি এদিন ওই গ্রামে চলছিল ধর্মীয় অনুষ্ঠান। আগত লোকজনের খাওয়ার জন্য রান্নার আয়োজন করা হয়েছিল গ্রামের তৃণমূল কার্যালয়ের সামনে। 

তা নিয়েও দুই গোষ্ঠীর মধ্যে মত পার্থক্য দেখা দেয়। অন্য একটি গোষ্ঠী বাধা দিয়ে জানায়, দলীয় কার্যালয়ের সামনে রান্না হবে না। এই নিয়ে দুই পক্ষের মত পার্থক্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয় শনিবার সন্ধ্যায়। আহত হয় উভয় পক্ষের পাঁচজন। তাদের উদ্ধার করে প্রথমে কেশপুর গ্রামীণ হাসপাতাল, পরে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। এলাকায় পৌঁছায় কেশপুর থানার পুলিশ। আহত এক ব্যক্তির ভাই সেক আসমাদ আলি বলেন, "গ্রামে জলসার অনুষ্ঠান চলছে। ব্লক সহ সভাপতির ৩০ জন অনুগামী এসে পার্টি অফিসের ভেতরে থাকা পঞ্চায়েত সদস্যের অনুগামীদের বেধড়ক মারধর করে। তাতে আমার দাদা আহত হয়েছেন। গ্রামে একটি দিঘী রয়েছে। ৩৭ লক্ষ টাকায় লিজ দেওয়া হয়েছে। সেই টাকা পঞ্চায়েতের কাছে আছে। অন্য গোষ্ঠীর লোকেরা চাইছে সেই টাকা নিতে। ওই টাকাকে কেন্দ্র করেই সমস্যা।"