চুমুর গভীরতাতেই লুকিয়ে প্রণয়াসক্তি!

author-image
Harmeet
New Update
চুমুর গভীরতাতেই লুকিয়ে প্রণয়াসক্তি!

নিজস্ব সংবাদদাতাঃ প্রেমিকা অনর্গল কথা বলছে। কিন্তু কানে কথা কিছুই ঢুকছে না। প্রেয়সীর বাদামি ঠোঁটেই একদৃশ্যে তাকিয়ে থাকা। প্রায় বেশিরভাগ পুরুষে জীবনেই কোনও না কোনও সময় এমন ঘটনা ঘটেছে। প্রেমের প্রথম স্পর্শ চুমুই। এই চুমুর গভীরতাতেই লুকিয়ে থাকে মনের গভীরে থাকা প্রেম। প্রেমের ভিজে ভিজে প্রথম চুমুর শুরুর মুহূর্ত থেকে শেষের মধ্যে লেখা হয়ে যায় নাবালক থেকে সাবালক হয়ে ওঠার আখ্যান ৷ জানা গিয়েছে, চুমু খাওয়ার সময় মোট ১৪৬ টি পেশি কাজ করে। এর মধ্যে ৩৪টা মুখের মাংসপেশি। সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, চুমু খেলে মুখে ও চিবুকে জমে যাওয়া মেদ ঝরাতে সাহায্য করে। একজন সাধারণ মানুষ তার পুরো জীবনের গড়পড়তা ২০,১৬০ মিনিট অর্থাৎ দু’সপ্তাহ সময় চুমুর পিছনে ব্যয় করেন ৷