/anm-bengali/media/post_banners/1uw08cEBMnDnOy5IYGfd.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গোয়ার ইতিহাসে কার্যত নজিরবিহীন ঘটনা, টানা ৬ দিন ধরে জ্বলছে গোয়ার বনাঞ্চল। পশ্চিম ঘাটের এই বিস্তীর্ণ অঞ্চলটি রাজ্যের ইতিহাসে সর্বকালের সবচেয়ে ভয়াবহ আগুনে ধ্বংস হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ ও দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করছে। এদিকে গোয়ার মন্ত্রী বিশ্বজিৎ রানে এক টুইট বার্তায় জানিয়েছেন, 'প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানতে পেরেছি যে প্রতিরক্ষা মন্ত্রক সম্পূর্ণ সহায়তা করবে এবং পিএমও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। দাবানলের পরিস্থিতি সম্পর্কে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়কে প্রতিদিন সব তথ্য পাঠাচ্ছি।' এদিকে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে ভারতীয় নৌবাহিনীও।
Goa forest fires | Received an intimation from the PMO that the Defence Ministry would provide full support and PMO will monitor the situation closely...We will keep the Prime Minister's office updated on a daily basis on the state of fires: Goa Minister Vishwajit Rane pic.twitter.com/Jv6dhlfmYa
— ANI (@ANI) March 11, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us