New Update
/anm-bengali/media/post_banners/JFdQyD4fk5RBXajcZlkN.jpg)
নিজস্ব প্রতিনিধি:নাসার এজেন্টের ভুয়ো পরিচয়ে ভিন রাজ্যের নাগরিকদের লাথ লাখ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার রাজারহাটের বাসিন্দা এক মহিলা। তাকে গ্রেফতার করে নারায়ণপুর থানার পুলিশ। সে সোশ্যাল সাইটে নাসার এজেন্ট বলে পরিচয় দিয়ে সুপার অ্যান্টিক মেটাল নাসায় ডেলিভারি করে বিরাট মুনাফার লোভ দেখায়। মুনাফার ভাগ দেওয়ার লোভ দেখিয়ে সে মেটাল কেনার জন্য টাকা হাতিয়েছে বলে অভিযোগ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us