অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ভারী বর্ষণে বন্যা কবলিত এলাকা

author-image
Harmeet
New Update
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ভারী বর্ষণে বন্যা কবলিত এলাকা

নিজস্ব সংবাদদাতাঃ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার কারণে জরুরি পরিষেবাগুলো শনিবার বাসিন্দাদের উঁচু স্থানে সরিয়ে নিয়েছে। রাজধানী ব্রিসবেন থেকে প্রায় ২,১১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বিচ্ছিন্ন উপসাগরীয় দেশের শহর বার্কটাউনের ৫৩ জন বাসিন্দাকে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার কারণে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেশটির আবহাওয়া পূর্বাভাসদাতা জানিয়েছেন, রবিবার ওই এলাকায় নদীর জল সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।পুলিশ সুপারিনটেনডেন্ট টম আর্মিট বলেন, "আমরা আত্মবিশ্বাসী যে আমাদের প্রয়োজন হলে আমরা অবশিষ্ট লোকদের সরিয়ে নিতে পারব।"