নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। এই দাবিতে প্রতিবাদ চলছে রাজ্য জুড়ে। অনশনে সামিল হয়েছে একাধিক সরকারি কর্মীদের সংগঠন। অনশনের জেরে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। তা সত্ত্বেও মঞ্চ ছাড়তে রাজি নন কেউ। এবার সেই অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন আরও একজন। শনিবার ভোরে অসুস্থ হয়ে পড়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য দীপু মুখোপাধ্যায়। দীপু মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছে হার্ট ক্লিনিকে। জানা গিয়েছে, শনিবার ভোর ৫ টা ৪০ মিনিট নাগাদ বাথরুমে গিয়েছিলেন দীপু। সেখানেই হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। সুগার ও প্রেসারের সমস্যা ছিল দীপুর। দীপুর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।