'চড়াম চড়াম ঢোল বাজাবো', অনুব্রতহীন বীরভূম নির্বাচন নিয়ে বললেন মদন

author-image
Harmeet
New Update
'চড়াম চড়াম ঢোল বাজাবো', অনুব্রতহীন বীরভূম নির্বাচন নিয়ে বললেন মদন

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত নির্বাচনের আগে বিপাকে অনুব্রত মন্ডল। তাতে দলের খুব একটা অসুবিধা হবে না বলে মনে করছেন তৃণমূলের একাংশ। বীরভূমের ভোট নিয়ে ফের নিজের মন্তব্য মদন মিত্রের। স্পষ্ট করে মদন জানিয়েছেন, "মনে রাখবেন জ্যান্ত বাঘের থেকে আহত বাঘ আরও ভয়ঙ্কর... অফিসিয়ালি বীরভূম যেতে পারবো না। কারণ আমি বাইরের লোক। কিন্তু বীরভূমের বর্ডারের বাইরে বসে চড়াম চড়াম ঢোল বাজাবো।"