New Update
/anm-bengali/media/post_banners/4gZ3T1J57RmOudJlP4j1.jpg)
নিজস্ব সংবাদদাতা: লিবিয়া থেকে সরিয়ে নেওয়া ১৫০ জন শরণার্থী ও আশ্রয়প্রার্থীর ১৩ তম দল নিরাপদে রুয়ান্ডায় পৌঁছেছে। যাদের মধ্যে ইরিত্রিয়ার ৭৫ জন, সুদানের ৪৯ জন, সোমালিয়ার ৭ জন, ইথিওপিয়ার ১৫ জন এবং দক্ষিণ সুদানের ৪ জন রয়েছেন।
তাদের গাশোরা ট্রানজিট সেন্টারে স্থান দেওয়া হবে। যেখানে আগে আগত অন্যান্য উদ্বাস্তুদের সঙ্গে তাদের থাকতে হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us