নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন নেতৃত্বাধীন প্রতিরক্ষা চুক্তিতে সুইডেনের যোগদানের বিষয়ে আপত্তি তুলে নিতে ন্যাটো সদস্য তুরস্ককে রাজি করানোর আশায় সুইডিশ সরকার বৃহস্পতিবার পার্লামেন্টে একটি সন্ত্রাসবিরোধী বিল পাঠাবে। ২০১৭ সালে স্টকহোমে একটি ট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত হওয়ার পর শুরু হওয়া নতুন আইনটি 'সন্ত্রাসী সংগঠনে অংশগ্রহণকে' অপরাধ হিসেবে গণ্য করবে বলে জানিয়েছে দেশটির সরকার। গত বছর সুইডেন ও ফিনল্যান্ড ইউক্রেন আক্রমণের পর নিরাপত্তা জনিত উদ্বেগের মধ্যে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিল, কিন্তু তুরস্কের অপ্রত্যাশিত আপত্তির মুখোমুখি হয়েছিল। তুরস্ক সম্প্রতি ইঙ্গিত দিয়েছে যে তারা ন্যাটোর সদস্যপদের জন্য কেবল ফিনল্যান্ডকে অনুমোদন দেবে। সুইডেনের বিচারমন্ত্রী গুনার স্ট্রোমারের এক মুখপাত্র বলেছেন, সরকার আনুষ্ঠানিকভাবে বিলটি অনুমোদনের পর বৃহস্পতিবার পার্লামেন্টে জমা দেবে।