নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে বৃহস্পতিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। লভিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাকসিম কোজিটস্কি বলেন, "পঞ্চম নিহত ব্যক্তি শহরের জোলোচিভ জেলার একটি আবাসিক এলাকায় হামলার পর ধ্বংসস্তূপের নিচে পাওয়া যায়।"