আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কেশপুরে আয়োজিত হল এক বিশাল পদযাত্রা ও কর্মশালা অনুষ্ঠান

author-image
Harmeet
New Update
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কেশপুরে আয়োজিত হল এক বিশাল পদযাত্রা ও কর্মশালা অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কেশপুরে এক বিশাল পদযাত্রা ও কর্মশালা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের পদযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রী, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও স্ব সহায়ক দলের সদস্যরা। পদযাত্রার অনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা ও পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশেদ আলী কাদরী। পদযাত্রার পাশাপাশি মহিলাদের বিষয়ে বিভিন্ন বার্তা দেন রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা। তিনি বলেন, "১৮ বছর বয়সের আগে যাতে কোনও ভাবে বিয়ে না হয়।" এই বিষয়ে অভিভাবকদেরও সচেতন হওয়ার বার্তা দেন তিনি। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কন্যাশ্রী বিভাগের নোডাল অফিসার সুমনা ব্যানার্জি, জেলা শিশু সুরক্ষা আধিকারিক সন্দীপ কুমার দাস, জেলা প্রজেক্ট অফিসার পীযূষকান্তি রথ, কেশপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপক কুমার ঘোষ, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ নন্দী সহ ব্লক প্রশাসনের একাধিক ব্যক্তিত্ব।