তালিবানের দ্বারস্থ UNESCO!

author-image
Harmeet
New Update
তালিবানের দ্বারস্থ UNESCO!


নিজস্ব সংবাদদাতাঃ
আফগানিস্তানের ঐতিহ্য রক্ষায় এবার তালিবানের দ্বারস্থ হল ইউনেস্কো। জানা গিয়েছে, আফগানিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য ও সম্পদ রক্ষার আবেদন জানাল রাষ্ট্রপুঞ্জের সাংস্কৃতিক বিভাগ ইউনেস্কো। হেরাট প্রদেশ বা বগামিয়ানের সাংস্কৃতিক ঐতিহ্য যেন ধ্বংস না হয় সে বিষয়ে তালিবানের কাছে আবেদন জানানো হয়েছে।