নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের রাজধানীর মেয়র ভিতালি ক্লিটস্কো বলেন, 'পশ্চিম কিয়েভে একটি বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন।' জানা গিয়েছে, কিয়েভের সোয়াতোশিনস্কি জেলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সমস্ত পরিষেবা ঘটনাস্থলে রওনা হয়েছে। সোয়াতোশিনস্কি জেলায় দু'জন নিহত হয়েছেন। চিকিৎসকরা ঘটনাস্থলে গিয়ে সহায়তা দিচ্ছেন।