New Update
/anm-bengali/media/post_banners/i6DviDkot099Tq4aW69x.jpg)
নিজস্ব সংবাদদাতা: খাতায়-কলমে এটিকে মোহন বাগানের দল এক কথায় দারুণ। কিন্তু মাঠে ধারাবাহিক পারফরম্যান্স করতে পারেনি বাগান। যদিও সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে সবুজ মেরুন ব্রিগেড। সামনে হায়দরাবাদ এফসি। সেমিফাইনালে কী হতে পারে বাগানের পরিকল্পনা? জবাবে কোচ বলেছেন, "অ্যাওয়ে ম্যাচ হলেও রক্ষণাত্মক ফুটবল খেলতে চাই না। আক্রমণই আমাদের অস্ত্র। সারা বছর যে ফুটবলটা খেলি, সেটাই খেলতে চাই সেমিফাইনালে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us