তালিবানদের সঙ্গে যুদ্ধ করে 'হেরাতের সিংহ' উপাধি পান ইসমাইল

author-image
Harmeet
New Update
তালিবানদের সঙ্গে যুদ্ধ করে 'হেরাতের সিংহ' উপাধি পান ইসমাইল



নিজস্ব সংবাদদাতাঃ
ইসমাইল খানকে 'হেরাতের সিংহ' বলা হয়। তিনি হেরাতের গভর্নর ছিলেন। তিনি গত বেশ কয়েকদিন ধরে তালেবানদের বিরুদ্ধে লড়াই করছিলেন, কিন্তু তালেবানরা তাকে বন্দী করে। তালিবানরা তাকে গৃহবন্দী করে রেখেছে বলে জানা গেছে। তিনি শুরু থেকেই তালিবানদের বিরুদ্ধে লড়াই করে আসছিলেন। এমনকি ২০০১ সালে, যখন তালেবান সরকারকে উৎখাত করার কথা ছিল, তখনও যুক্তরাষ্ট্রকে তাদের সাহায্য নিতে হয়েছিল।

 ইসমাইল খানকেও ভারতের ভাল বন্ধু হিসাবে বিবেচনা করা হয়। ১৯৪৬ সালে হেরাত প্রদেশের শিনদান্দ জেলায় জন্মগ্রহণ করেন ইসমাইল খান। ১৯৭৯ সালে তিনি আফগান ন্যাশনাল আর্মির ক্যাপ্টেন হন। ওই সময় সোভিয়েত বাহিনী আফগানিস্তানে আক্রমণ করলে তিনি বীরত্বের সঙ্গে লড়াই করেন। এজন্য তিনি ‘হেরাতের সিংহ’ পরিচিতি পান।