/anm-bengali/media/post_banners/a4WAxMu6ZZILISJBJGwy.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গোটা আফগানিস্তান বর্তমানে তালিবানদের দখলে। দেশ ছেড়ে পালিয়েছেন রাষ্ট্রপতি আশরাফ ঘানি। সেইসঙ্গে আরও কয়েকজন নেতা মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন বলে খবর। এদিকে তালিবানরা নিজেদের বিরোধীদের খুঁজে হয় খুন করছে নয়তো নজরবন্দি করছেন। কিন্তু এমনও কয়েকজন মানুষ আছেন যাদের 'ওয়ারলর্ডস' বলা হয়, এই 'ওয়ারলর্ডস'রা তালিবানদের সঙ্গে সংঘর্ষে জড়াতে কোনওদিন পিছু পা হন না। কিছু এমনও রয়েছেন যাদের এখনও তালিবানরা খুঁজে বের করতে পারেনি। তাঁদের মধ্যে অন্যতম হলেন আব্দুল রশিদ দোস্তম। ১৯৬৭ সালে আব্দুল রশিদ দোস্তম আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত এই পদে ছিলেন। মনে করা হয় যে ৯/১১ হামলার পর আফগানিস্তানে তালিবান সরকারকে পতন ঘটাতে তিনি মার্কিন সামরিক বাহিনীকে অনেক সাহায্য করেছিল। রশিদ আফগানিস্তানের উত্তরাঞ্চলে আধিপত্য বিস্তার করে। তিনি মাজার-ই-শরীফের 'বৃদ্ধ সিংহ' নামেও পরিচিত। তিনি এই মুহুর্তে উজবেকিস্তানে রয়েছেন বলে জানা গেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us