সিদ্দিকবাজারে বিস্ফোরণ: নিহতদের ৫০ হাজার, আহতদের ২৫ হাজার টাকা দেবে জেলা প্রশাসন

author-image
Harmeet
New Update
সিদ্দিকবাজারে বিস্ফোরণ: নিহতদের ৫০ হাজার, আহতদের ২৫ হাজার টাকা দেবে জেলা প্রশাসন

নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশের রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার করে টাকা সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন। একই সঙ্গে গুরুতর আহত ব্যক্তিদের প্রত্যেককে ২৫ হাজার করে টাকা দেওয়া হবে। সামান্য আহত ব্যক্তিরা পাবেন ১৫ হাজার করে টাকা। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই তথ্য জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। তাঁদের মধ্যে ১৯ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তাঁদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘আমরা ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের নগদ ৫০ হাজার টাকা; গুরুতর আহত ব্যক্তিদের নগদ ২৫ হাজার টাকা এবং সামান্য আহত ব্যক্তিদের ১৫ হাজার টাকা করে প্রদান করছি।’