নিজস্ব সংবাদদাতাঃ গরু চোরাচালান মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে দিল্লিতে ইডি অফিসে আনা হয়। অনুব্রত মণ্ডল দিল্লি পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই ভার্চুয়ালি পেশ করে শুনানি শুরু করা হয় রাউস অ্যাভিনিউ আদালতে। তবে মাঝপথে নাটকীয় মোড়। শুনানি বন্ধ করে অনুব্রত মণ্ডলকে বিচারকের বাড়িতে নিয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন ভার্চুয়াল শুনানিতে সশরীরে হাজিরার পক্ষে সওয়াল করেন অনুব্রতর আইনজীবী। সেই সওয়াল-জবাব চলাকালীন বিচারক রাকেশ সিং বলেন, "রাতে আমার বাড়িতে অভিযুক্তকে নিয়ে আসবেন? চলে আসুন।" উত্তরে ইডি-র আইনজীবী বলেন, "আপনি বললে আজ রাতেই অভিযুক্তকে নিয়ে আপনার বাড়িতে চলে যেতে রাজি। এরপরই সিদ্ধান্ত হয় বিচারকের বাড়িতে নিয়ে যাওয়া হবে।" প্রবর্তন ভবন থেকে রাত ১২ টার কিছু পর অনুব্রতকে নিয়ে বেরোয় ইডি-র গাড়ি। রাত ১ টার পর বিচারকের বাড়িতে পৌঁছায় ইডি। কার্যত মধ্যরাতে শুনানি বিচারকের বাড়িতে। শুনানি শেষে ১০ মার্চ পর্যন্ত অনুব্রত মণ্ডলকে ইডি হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। আদালতের নির্দেশ অনুযায়ী, ইডি হেফাজতে থাকাকালীন প্রতিদিন অনুব্রতকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে স্বাস্থ্য পরীক্ষার জন্য। এছাড়া, ইডি হেফাজতে জেরার সময় থাকতে পারবেন অনুব্রতর আইনজীবী।