নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার বিকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপো ওঠে ঢাকার গুলিস্তান। নিমেষে গোটা বিল্ডিং পরিণত হয় ধ্বংসস্তুপে। ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কেন এই বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে উলটো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।