নিজস্ব সংবাদদাতা: এবার নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হলেন আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। কৌস্তভের দাবি, তাঁর ওপর হামলা হতে পারে। এরপর গতকাল রাতে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনারকে ই-মেল করে নিরাপত্তা চান কৌস্তভ। কংগ্রেস নেতার দাবি, রাতে তাঁর ব্যারাকপুরের বাড়ির সামনে ঘুরে যায় পুলিশ। এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাসের দাবি, গোটাটাই নাটক। এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাইলে পেয়ে যাবেন কৌস্তভ।