বোলসোনারোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল লুলা দা সিলভা

author-image
Harmeet
New Update
বোলসোনারোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল লুলা দা সিলভা

নিজস্ব সংবাদদাতাঃ ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে সৌদি আরবের ৩২ লাখ ডলার মূল্যের অঘোষিত গহনা আনার চেষ্টার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন ব্রাজিলের বিচারমন্ত্রী ফ্লাভিও ডিনো। ২০২১ সালের অক্টোবরে সৌদি সরকার বোলসোনারো এবং সাবেক ফার্স্ট লেডি মিশেল বোলসোনারোকে উপহার দেওয়া হীরার নেকলেস, আংটি, ঘড়ি এবং কানের দুলগুলো সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে বাজেয়াপ্ত করেছিল কাস্টমস কর্মকর্তারা। সুইজারল্যান্ডের চোপার্ডের তৈরি বিলাসবহুল গহনাগুলো তৎকালীন জ্বালানিমন্ত্রী অ্যাডমিরাল বেনতো আলবুকার্কের সঙ্গে রিয়াদ সফররত এক সরকারি সহকারীর ব্যাগে পাওয়া যায়। বোলসোনারো, যিনি ডিসেম্বরে তার মেয়াদ শেষ হওয়ার দুই দিন আগে পুনরায় নির্বাচনে পরাজয় স্বীকার না করে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন, তিনি কোনও অবৈধ কাজ করার কথা অস্বীকার করেছেন, তবে তার বামপন্থী উত্তরসূরি রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা তদন্তের আহ্বান জানিয়েছেন। এক মন্ত্রী একে 'চোরাচালান' বলে অভিহিত করেছেন।