নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের অন্যতম শীর্ষ সামরিক প্রধান, দেশটির স্থল বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল ওলেকসান্ডার সিরস্কি বাখমুতে সৈন্যদের পরিদর্শন করেছেন বলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তার মতে, বাখমুতের জন্য লড়াই তীব্রতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, "শত্রুরা যুদ্ধে অতিরিক্ত ওয়াগনার বাহিনী পাঠিয়েছে। আমাদের সৈন্যরা সাহসের সঙ্গে বাখমুতের উত্তরে তাদের অবস্থান রক্ষা করছে এবং শহরটিকে ঘিরে ফেলা থেকে বিরত রাখার চেষ্টা করছে।"