নিজস্ব সংবাদদাতাঃ ওয়াগনার যোদ্ধাদের বাখমুত শহরের পূর্বাংশে একটি টি-৩৪ ট্যাংক স্মৃতিস্তম্ভে রাশিয়ান ভাড়াটে গোষ্ঠীর পতাকা রোপণ করতে দেখা গেছে। জানা গিয়েছে, চারজন যোদ্ধা ট্যাংকের ব্যারেলে লাগানো একটি ইউক্রেনীয় পতাকা নামিয়ে ট্যাংকের উপরে ওয়াগনার গ্রুপের পতাকা স্থাপন করে। এরপর যোদ্ধাদের ইউক্রেনের পতাকায় আগুন ধরিয়ে দিতে দেখা যায়।