নিজস্ব সংবাদদাতাঃ গত সপ্তাহে একটি ট্রেন দুর্ঘটনায় ৫৭ জন নিহত হওয়ার পর নিরাপত্তা পরিস্থিতির প্রতিবাদে সোমবার ষষ্ঠ দিনের মতো ধর্মঘটে নেমেছেন গ্রিসের রেল শ্রমিকরা। রাজধানী এথেন্সের সঙ্গে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকির সংযোগকারী রেলপথে ২৮শে ফেব্রুয়ারি ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। রেল শ্রমিকরা জানিয়েছে এই ঘটনার তদন্ত না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।